পরিচালক

শাহ আলী ( পরিচালক )

  • Joined: March 19, 2018
  • Blood Group: A+
  • Qualification: Qualification
  • Phone Number: 01819444033
  • Email Address: principle@institute.com
  • Home Address: Sadar Road, Bhola - 8300
  • পরিচলকের বাণী

    শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষিত জনগোষ্ঠীর দেশের সম্পদ। শিক্ষা এমন একটি অত্যাবশ্যকীয় উপকরণ যা মানসিক মেধা শক্তির বিকাশ ঘটায়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা যোগায়। জীবনের অন্ধকার দূর করে।
    ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় তথা জাতীয় জীবনে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।

    শিক্ষার গুরুত্ব কি উপলব্ধি করেই গড়ে উঠেছে মানুষ গড়ার কারখানা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হজম করে কোন শিক্ষার্থী পূর্ণ ভাবে বিকশিত হতে পারেনা। আমরা চাই একজন শিক্ষার্থীকে সবদিক থেকে পরিপূর্ন মানুষ রূপে গড়তে। বইয়ের পোকা হয় কেবল পরীক্ষার ফলাফলে দেশের সেরা হলে চলবে না।

    অন্ততপক্ষে জাগিয়ে তোলার মাধ্যমে তারা যেমন নিজেরা সঠিক পথ চিনবে তেমনি যাতে কেউ দেখাবে নতুন পথের দিশা। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা, সাংস্কৃতি এবং ক্রীড়াঙ্গন সহ পাঠক্রম বহির্ভূত সকল ক্ষেত্রে সেরা হয়ে গড়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। শিক্ষার অনুকূল পরিবেশ সকল প্রতিষ্ঠান এক রকম নয়।

    শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সবাই সৃষ্টি করতে পারে না। সহায়ক পরিবেশের জনসচেতনতা দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতা সৃষ্টি করতে হবে। আমরা সকল প্রচেষ্টা দ্বারা অঙ্গীকারবদ্ধ হই সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ  কে এদেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যাব ইনশাল্লাহ।

    পরিচালক

    পরিচালকের বাণী

    শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষিত জনগোষ্ঠীর দেশের সম্পদ। শিক্ষা এমন একটি অত্যাবশ্যকীয় উপকরণ যা মানসিক মেধা শক্তির বিকাশ ঘটায়। জীবনযুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা যোগায়। জীবনের অন্ধকার দূর করে।
    ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় তথা জাতীয় জীবনে গুণগত শিক্ষার কোন বিকল্প নেই।

    শিক্ষার গুরুত্ব কি উপলব্ধি করেই গড়ে উঠেছে মানুষ গড়ার কারখানা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা হজম করে কোন শিক্ষার্থী পূর্ণ ভাবে বিকশিত হতে পারেনা। আমরা চাই একজন শিক্ষার্থীকে সবদিক থেকে পরিপূর্ন মানুষ রূপে গড়তে। বইয়ের পোকা হয় কেবল পরীক্ষার ফলাফলে দেশের সেরা হলে চলবে না।

    অন্ততপক্ষে জাগিয়ে তোলার মাধ্যমে তারা যেমন নিজেরা সঠিক পথ চিনবে তেমনি যাতে কেউ দেখাবে নতুন পথের দিশা। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা, সাংস্কৃতি এবং ক্রীড়াঙ্গন সহ পাঠক্রম বহির্ভূত সকল ক্ষেত্রে সেরা হয়ে গড়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। শিক্ষার অনুকূল পরিবেশ সকল প্রতিষ্ঠান এক রকম নয়।

    শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সবাই সৃষ্টি করতে পারে না। সহায়ক পরিবেশের জনসচেতনতা দায়িত্ববোধ কর্তব্য পরায়ণতা সৃষ্টি করতে হবে। আমরা সকল প্রচেষ্টা দ্বারা অঙ্গীকারবদ্ধ হই সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ  কে এদেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যাব ইনশাল্লাহ।

    পরিচালক

    WhatsApp Chat
    Messenger Chat